শুভেন্দু অধিকারীর কর্মসূচির নাম করে বিজেপির দলীয় তহবিলে মোটা টাকা অনুদান চেয়েছিলেন বিজেপির মণ্ডল সভাপতি। তা দিতে অস্বীকার করায় ব্যবসায়ীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল ওই মণ্ডল সভাপতির বিরুদ্ধে। নদিয়ার শান্তিপুর ব্লকের বেলঘরিয়া ১ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত বেলের মাঠ এলাকার ঘটনার প্রতিবাদে সরব তৃণমূল। সোশ্যাল মিডিয়ায় খোঁচা ঘাসফুল শিবিরের। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন প্রহৃত ব্যবসায়ী সুজন জোয়ারদার।
ওই ব্যবসায়ীর অভিযোগ, বুধবার বাঁশতলাপাড়ায় বিজেপির মণ্ডল সভাপতি প্রদীপ সরকারের বাড়ির সামনে দিয়ে মোটরবাইক চালিয়ে যাওয়ার সময় সে, স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্য-সহ বেশ কয়েকজন সুজনবাবুর পথ আটকে শুভেন্দু অধিকারীর কর্মসূচির নাম করে মোটা টাকা দাবি করে। কিন্তু, সুজনবাবু তা দিতে রাজি না হওয়ায় তাঁকে ইট, বাঁশ, লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ওই অবস্থায় তিনি স্থানীয় ফুলিয়া স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা করিয়ে বাড়ি ফিরে আসেন। পরে, মাথার স্ক্যান করিয়ে বুধবার সন্ধ্যাতেই শান্তিপুর থানায় প্রদীপ সরকারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
প্রহৃত ব্যবসায়ীর স্ত্রী মৌসুমী জোয়ারদার বলেন, ‘শুধু আমার স্বামী নয়, এই এলাকায় অনেক ব্যবসায়ীর কাছ থেকে টাকা তুলেছে বিজেপির ওই নেতা। বিষয়টি নিয়ে আমরা যথেষ্ট আতঙ্কে রয়েছি। পুলিশ অবিলম্বে দোষীকে গ্রেপ্তার করে শাস্তি দিক।’ অপর এক ব্যবসায়ী অরিজিৎ পাল বলেন, ‘আমার কাছেও টাকা চাওয়া হয়েছিল। তবে ভয়ে থানায় জানাতে পারিনি।’