আর মাত্র সাত মাস বাদেই লোকসভা নির্বাচন দেশজুড়ে। তার আগে রণকৌশল সাজাতে শুরু করে দিয়েছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। গত বুধবার এই জোটের সমন্বয় কমিটির প্রথম বৈঠকটি হয় এনসিপি সুপ্রিমো তথা সমন্বয় কমিটির প্রবীণ সদস্য শরদ পাওয়ারের দিল্লীর বাসভবনে। বৈঠকে বসেছিল ১৪ সদস্যের কমিটি৷ এর আগে তিন-তিনবার আলোচনায় বসেছে বিরোধী মহাজোট। এবার আর কেবল রুদ্ধদ্বার বৈঠক নয়, সভার আয়োজন করে আমজনতার কাছে পৌঁছে যেতে তৎপর তারা।
উল্লেখ্য, আগামী অক্টোবরের গোড়া থেকে শুরু হবে একের পর এক যৌথ জনসভা। শুরুটা হতে চলেছে মধ্যপ্রদেশের ভোপাল দিয়ে। তারপর ধীরে ধীরে অন্যান্য রাজ্যের শহরে জনসভা আয়োজিত হবে। সামনে দুর্গাপুজো। তা শেষ হলে বিরোধী মহাজোটের জনসভা হবে কলকাতাতেও। ইন্ডিয়া জোট সূত্রে জানা গিয়েছে, ভোট যত এগিয়ে আসবে, ততই ঘনঘন সাক্ষাৎ করে বিরোধী দলগুলির মধ্যে সমন্বয় বাড়ানোর সিদ্ধান্তও নিয়েছে মহাজোট। আর সেই সব বৈঠকের নির্যাসই তুলে ধরা হবে দেশজুড়ে, জনসভার মাধ্যমে। শুধু মোদী সরকারকে গদিচ্যুত করা কিংবা বিরোধী জোটের শক্তি প্রদর্শনই নয়, বিভিন্ন রাজ্যে সফল সরকার চালানোর কথাও জনসাধারণের কাছে তুলে ধরবেন নেতানেত্রীরা।