গত শনিবার সাত সকালে গ্রেপ্তার করা হয়েছে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডুকে। স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতি মামলায় তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র প্রধানকে গ্রেপ্তার করেছে নান্দিয়াল পুলিশ। তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। রাজামুন্দ্রির জেলেই দিনরাত কাটছে তাঁর। এই পরিস্থিতিতে তাঁর পাশে দাঁড়ালেন দক্ষিণী মহাতারকা রজনীকান্ত। আসলে থালাইভার দীর্ঘদিনের বন্ধু চন্দ্রবাবু। তাই এমন দুঃসময়ে বন্ধুর ছেলেকে ফোন করে তাঁর খবর নিলেন তিনি। সেই সঙ্গে আশ্বাস দিলেন, তাঁর বিশ্বাস সমস্ত অভিযোগ মিথ্যে প্রমাণ করবেনই বন্ধু।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা গিয়েছে, চন্দ্রবাবুর ছেলে নারা লোকেশকে বুধবার ফোন করেছিলেন রজনী। চন্দ্রবাবুকে ‘দুর্দান্ত যোদ্ধা’ আখ্যা দেন তিনি। পাশাপাশি লোকেশকে থালাইভা এই আশ্বাস দেন, যে একদিন ঠিকই সব চক্রান্তকে মিথ্যে প্রমাণ করবেন তাঁর বন্ধু। প্রসঙ্গত, রজনীকান্ত ও চন্দ্রবাবুর বন্ধুত্বের কথা সর্বজনবিদিত। বহু সময়ই তাঁদের প্রাণ খুলে আড্ডা দিতে দেখা গিয়েছে। এমনকী চন্দ্রবাবুর দলের অনুষ্ঠানেও যোগ দিতে দেখা গিয়েছে এই দক্ষিণী সুপারস্টারকে।