বাবাসাহেব আম্বেদকরকে নিয়ে বেফাঁস মন্তব্যের জেরে এবার গ্রেফতার বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন নেতা। দলিত সমাজের মুক্তির জন্য নিরন্তর আন্দোলনের পাশাপাশি দেশের সংবিধানটিও গড়ে উঠেছিল যে আম্বেদকরের হাত ধরে, তাঁকেই তাচ্ছিল্যভরে কেরানি বলে সম্বোধন করেছিলেন ওই নেতা।
জাতপাত নিয়ে নিজের বক্তব্যে তির্যক কথা বলতে গিয়ে তিনি বলে বসেন, আম্বেদকর আসলে একজন কেরানি, টাইপিস্ট এবং প্রুফরিডার ছিলেন। আর এই বিতর্কিত মন্তব্যের জেরেই সরগরম হয়ে ওঠে নেটদুনিয়া। বিক্ষোভের জল গড়ায় প্রশাসন পর্যন্ত। শেষমেশ ঘটনায় পদক্ষেপ করে পুলিশ। গ্রেফতার হন ওই হিন্দুত্ববাদী নেতা।
আরবিভিএস মানিয়ান নামে চেন্নাইয়ের ওই নেতা আগে বিশ্ব হিন্দু পরিষদের তামিলনাড়ু শাখার সহসভাপতি ছিলেন। এই ভিডিওটিতে দেখা যায়, তথাকথিত নিম্নবর্গ এবং দলিতদের প্রতি বেশ তাচ্ছিল্যই ছুড়ে দিচ্ছেন তিনি। তিনি বলেন, অনেকেই বলে থাকেন আম্বেদকর আমাদের সংবিধান দিয়েছেন। তাঁরা ক্রমাগত আম্বেদকরকে প্রশংসায় ভরিয়ে দিয়েও থাকেন। কিন্তু আম্বেদকর আসলে একা কিছুই করেননি। এই নিয়ে প্রচুর আলাপ আলোচনা চলেছিল। এরপর সমস্ত সংবিধানের খসড়া টাইপ করেন একজন স্টেনোগ্রাফার। তারও পরে একজনকে দেখে নিতে হয়েছিল যে সেই মুদ্রণে কোথাও কোনও ভুল রয়ে গেল কি না। আর সেই কাজই আম্বেদকর করেছিলেন। অর্থাৎ যাঁকে সংবিধানের জনক বলা হয়ে থাকে, তাঁকে ঘুরিয়ে টাইপিস্ট এবং প্রুফরিডার বলে বসেন ওই নেতা।