‘আমিও ধূপগুড়ির রেজাল্ট নিয়ে বলছি দেখ কেমন লাগে? শুভেন্দু অধিকারীর কটাক্ষের জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। ধন্যবাদ জানালেন ইন্ডিয়া জোটকে।
ভিষেক বলেন, ‘আমিও ধূপগুড়ির রেজাল্ট নিয়ে বলছি দেখ কেমন লাগে? কিন্তু তফাতটা হল আমি ইডির মতো কোনও কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে এ কথা বলছি না। আমি রাজনৈতিক ভাবে জিতে এ কথা বলছি’। তাঁর দাবি, ‘শুভেন্দুকে টিভি ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গিয়েছে। অথচ কোনও বিচারপতি বলেননি, ওঁকে ডেকে পাঠাও। আমি বলব, যাঁরা নারদায় অভিযুক্ত তাঁদের সবাইকে গ্রেফতার করুন। শুরুটা হোক শুভেন্দুকে দিয়ে। আমি বলে দিচ্ছি, এর পর এনডিএ সরকার গিয়ে ‘ইন্ডিয়া’ ক্ষমতায় আসবে। তখন গ্রেফতার হবেন শুভেন্দু’।
এদিকে ইন্ডিয়া জোটে কো-অর্ডিনেশন কমিটিতে তৃণমূলের প্রতিনিধি অভিষেক। কিন্তু ইডি তলব করায় কমিটির বৈঠকে হাজির থাকতে পারেননি তিনি।