এবার দুর্গাপুর স্টিল প্ল্যান্টের (ডিএসপি) জমি থেকে উচ্ছেদ অভিযান ঘিরে দক্ষযজ্ঞ কাণ্ড। এদিন দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কর্তৃপক্ষ একটি জমিতে পাঁচিল ঘেরার কাজ শুরু করলেই তাতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই সিআইএসএফের সঙ্গে স্থানীয়দের বচসা শুরু হয়। মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। পরিস্থিতি সামাল দিতে সিআইএসএফ লাঠিচার্জ করে বলেই অভিযোগ। প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের একটি জমিতে পাঁচিল ঘেরার কাজ শুরু হয়। সেই সময় তামলা ও ফরিদপুর এলাকার কয়েক হাজার বাসিন্দা জড়ো হয়ে যান। অভিযোগ, তাঁরা ডিএসপি’র কাজ বন্ধ করে দেন। ঘটনাকে কেন্দ্র করে ডিএসপি’র সিআইএসএফ ও স্থানীয়দের সঙ্গে বচসা শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে সিআইএসএফ লাঠিচার্জ করে বলেই অভিযোগ। স্থানীয়দের দাবি, সিআইএসএফের লাঠির ঘায়ে বেশ কয়েকজন জখম হন। প্রতিবাদে গান্ধী মোড় থেকে মায়াবাজার যাওয়ার রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। আগুন জ্বালিয়ে চলে বিক্ষোভ প্রদর্শন।