অনন্তনাগে সেনা ও জঙ্গির গুলির লড়াইতে শহিদ হয়েছেন দুই সেনা কর্তা এবং এক পুলিশ কর্তা। জানা গিয়েছে, অনন্তনাগের গাদোলে এলাকায় মঙ্গলবার থেকে শুরু হয়েছিল এই জঙ্গিদমন অভিযান। সেই অভিযানের কমান্ডিং অফিসার ছিলেন ১২তম শিখ লাইট ইনফ্য়ান্ট্রির কর্নেল মনপ্রীত সিং। সেই অভিযানে তিনি শহিদ হন। মনপ্রীত বর্তমানে রাষ্ট্রীয় রাইফেলসের সঙ্গে নিযুক্ত ছিলেন। এছাড়াও এক মেজর এবং জম্মু ও কাশ্মীর পুলিশের এক ডিএসপি এই অভিযানে শহিদ হয়েছেন। ভারতীয় সেনা সূত্রের খবর, শহিদ মেজরের নাম আশিস ধনচক। এদিকে মৃত পুলিশকর্তার নাম হুমায়ুন ভাট।
এদিকে গতকাল দিল্লিতে বিজেপির সদর দফতরে ‘জি২০ সম্মেলনের সাফল্য’ উদযাপন অনুষ্ঠান আয়োজিত হয়। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পুষ্পবৃষ্টির মাধ্যমে স্বাগত জানানো হয়। আর এই ঘটনা নিয়েই আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সাকেত গোখলে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ একটি পোস্ট করেন তিনি।
নিজের পোস্টে সাকেত লেখেন, ‘মোদী নির্লজ্জভাবে উদযাপন করছেন, আর আমাদের সাহসী বীররা তাঁদের জীবন উৎসর্গ করছেন। গতকালকে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে আমাদের সাহসী ডিএসপি হুমায়ন ভাট, মেজর আশিস ধনচক এবং কর্নেল মনপ্রীত সিং জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করার সময় তাঁদের জীবন দিয়েছেন। তাঁদের সাহসিকতার জন্য সমগ্র দেশ চিরকাল তাঁদের কাছে ঋণী। তবে চমকপ্রদ বিষয় হল, এই বীরদের জীবন উৎসর্গের খবর আসার পরও প্রধানমন্ত্রী মোদী গতকাল বিজেপি সদর দফতরে গিয়ে ‘জি২০-র জন্য উদযাপন’ করেন।’