আজ মাদ্রিদে লা লিগা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের। লন্ডন থেকে এসেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। থাকবেন তিন প্রধানের কর্তারা। এই বৈঠক দিয়েই আনুষ্ঠানিক ভাবে শুরু হচ্ছে মমতার সফর।
সন্ধ্যায় লা লিগার মহাকর্তা হাভিয়ার তেভেজ়ের সঙ্গে বৈঠক মমতার। সেখানে থাকবেন সৌরভ। থাকবেন কলকাতার দুই প্রধানের কর্তা মোহনবাগানের দেবাশিস দত্ত এবং মহামেডানের ইশতিয়াক আহমেদ। ভিসা জটিলতায় এখনও মাদ্রিদে এসে পৌঁছননি ইস্টবেঙ্গলের রূপক সাহা। তবে তিনিও বৃহস্পতিবার বৈঠকের আগে এসে পড়বেন বলেই মনে করা হচ্ছে।
গোটা ইউরোপে বাণিজ্যকেন্দ্রের নিরিখে মাদ্রিদ পঞ্চম। প্রথম চারটি— লন্ডন, প্যারিস, ফ্রাঙ্কফুর্ট এবং আমস্টারডাম। সারা পৃথিবীতে প্রথম ৩৫টি বাণিজ্যিক ভাবে আকর্ষণীয় শহরের তালিকায় মাদ্রিদের স্থান সপ্তম। ফলে বাংলার প্রতিনিধি দল আশা করছে, ভবিষ্যতের জন্য পশ্চিমবঙ্গের সঙ্গে মাদ্রিদের বাণিজ্যিক বাঁধন পোক্ত হলে তাতে সুবিধাই হবে।