শেষ হল দীর্ঘ জিজ্ঞাসাবাদ। বুধবার রাতে ম্যারাথন জেরার পর সিজিও কমপ্লেক্সের ইডি দফতর থেকে বেরিয়ে এলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ সকাল সাড়ে ১১টা নাগাদ সিজিও কমপ্লেক্সে ঢুকেছিলেন তিনি। বের হলেন রাত পৌনে ন’টার সময়। বেরিয়ে দৃপ্তকণ্ঠেই তিনি জানালেন, “এবার জিজ্ঞাসাবাদের নির্যাস মাইনাস ২। ধৃপগুড়ি উপনির্বাচনের ফলাফলে ভয় পেয়েছে বিজেপি। তাই এসব করছে।” বুধবার সকাল ১১ টার কিছুটা পর কালীঘাট থেকে সিজিও কমপ্লেক্সের উদ্দেশে রওনা দিয়েছিলেন অভিষেক। ১১ টা বেজে ৩৫ মিনিট নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান তিনি। চলে যান ছ’তলায়। সেখানেই তাঁর জন্য ইডি আধিকারিকরা প্রশ্নসমূহ নিয়ে তৈরি ছিলেন।
এরপর বেলা ১২টা নাগাদ জিজ্ঞাসাবাদ শুরু হয়। আর সেই জিজ্ঞাসাবাদের নির্যাস স্রেফ শূন্য বলেই দাবি করেছেন তৃণমূল সাংসদ। তাঁর বক্তব্য, যা যা প্রশ্ন করা হয়েছে, তার প্রয়োজন মতো জবাব দেওয়া হয়েছে। আবার ডাকলে আবার আসবেন তিনি। পাশাপাশি। অভিষেকের স্পষ্ট বার্তা, “২৪ ঘণ্টা কেন, ৪৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করলেও আমার কিছু যায় আসে না। আবার ডাকলে আবার আসব। কিন্তু এটা মনে রাখবেন, বাংলার মানুষ দিল্লীর কাছে মেরুদন্ড বিক্রি করে না।” একইসঙ্গে দফতরের বাইরে দাঁড়িয়ে ইডিকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়েছেন তিনি। আগামীকাল মামলার শুনানি রয়েছে। সেখানে পেশ করা হোক তাঁর বয়ান, এমনই দাবি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।