আজ ভোর থেকেই বর্ষণমুখর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ ক্রমশ নিজের শক্তি বাড়াচ্ছে। বর্তমানে এর অভিমুখ উড়িষ্যা উপকূল থেকে ছত্তিশগড়ের দিকে। ইতিমধ্যে ওই দু’টি রাজ্যে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আর এর পরোক্ষ প্রভাবই পড়ছে বাংলায়। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং দুই ২৪ পরগনাতে সকাল থেকেই ক্রমাগত বৃষ্টি চলছে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের মতো উপকূল সংলগ্ন জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। আপাতত বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টি থামার কোনও লক্ষণ আপাতত নেই। তবে শনিবার থেকে আবহাওয়া বদলের সম্ভাবনা আছে। বাড়তে পারে গরম। পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে।
কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি। বৃহস্পতিবার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭২ থেকে ৯৪ শতাংশ। পাশাপাশি বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকবে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দিঘা, মন্দারমণি, বকখালি, মৌসুনি আইল্যান্ডের মতো সমুদ্র উপকূলে সতর্কতা জারি করা হয়েছে। তবে আপাতত দু’দিন দক্ষিণবঙ্গ বৃষ্টিতে ভিজলেও উত্তরবঙ্গে তেমনটা হবে না। বরং সেখানে বিক্ষিপ্তভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে সামান্য দু-এক পশলা বৃষ্টি হলেও হতে পারে। শুক্রবার থেকে সেখানে বৃষ্টির পরিমাণ আরও কমে তাপমাত্রা বাড়তে পারে বলেই জানিয়েছেন আবহবিদরা।
