গত ৫ মাস ধরে জাতি হিংসার আগুনে জ্বলছে উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য মণিপুর। ইতিমধ্যেই কুকি আর মেইতেইদের মধ্যে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। ঘটেছে গণধর্ষণ, জীবন্ত পুড়িয়ে মারার মতো ঘটনাও। মাঝে অশান্তির আঁচ কিছুটা কমলেও গত এক সপ্তাহ ধরে লাগাতার মৃত্যুর খবর মিলছে এই ‘ডবল ইঞ্জিন’ রাজ্যে। এবার দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল পুলিশের এক সাব-ইন্সপেক্টরের। আহত দুই।
বুধবার দুপুরে মণিপুরের কুকি অধ্যুষিত চূড়াচাঁদপুর জেলায় ঘটনাটি ঘটে। মণিপুরের পুলিশ সুপার কার্তিক মাল্লাদি জানিয়েছেন, ‘মৃত ওংমাং হাওকিপ মণিপুর পুলিশের সাব-ইন্সপেক্টর। তিনি চূড়াচাঁদপুর জেলার চিংপেই গ্রামে কর্মরত ছিলেন। বুধবার অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারান হাওকিপ। তাঁর মাথায় গুলি করা হয়েছে। এছাড়াও এই ঘটনায় দু’জন আহত হয়েছেন।’ উল্লেখ্য, মঙ্গলবারই আরেক কুকি অধ্যুষিত কাংপোকপি জেলায় দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় তিনজন কুকির।