মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ মোট ১২ দিনের সফরে স্পেনে পৌঁছে গিয়েছে রাজ্য সরকারের প্রতিনিধিদল। বুধবার মাদ্রিদে পৌঁছনোর পর বৃহস্পতিবার থেকেই টানা কর্মসূচি শুরু হয়েছে। আজ স্থানীয় সময় অনুযায়ী বেলার দিকে ভাষা নিয়ে দু’দেশের প্রতিনিধিদের মধ্যে হয়ে গেল গুরুত্বপূর্ণ বৈঠক। স্পেনের ডিরেক্টর জেনারেল অফ ল্যাঙ্গুয়েজের সঙ্গে আলোচনা সারলেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা, মুখ্যসচিব এবং শিল্পসচিব। বাংলায় স্প্যানিশ ভাষা শিক্ষা বিস্তারে কীভাবে দু’দেশ যৌথভাবে কাজ করতে পারে, তা নিয়ে আলোচনা হল। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর মাধ্যমে স্পেনে সম্প্রতি ভাষা নিয়ে কাজ চলছে। কলকাতাতেও দু-একটি সংস্থা এই কাজ করছে। ফলে একে অপরের সঙ্গে কীভাবে কাজ করবে, সেই সংক্রান্ত কথা হয়েছে বলে জানিয়েছে সূত্র। এদিন সকালে স্পেনের ডিরেক্টর জেনারেল অফ ল্যাঙ্গুয়েজ মিস্টার গুলেরমো এসক্রিবানোর সঙ্গে ভাষা সংক্রান্ত বৈঠকে বসেন আলাপন বন্দ্যোপাধ্যায়, এইচ কে দ্বিবেদী এবং বন্দনা যাদব।
বৃহস্পতিবার বৈঠক শেষে মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী জানান, “আমাদের রাজ্যে নতুন শিক্ষানীতি তৈরি হয়েছে। তাতে বিদেশি ভাষা শিক্ষা বিস্তারের রাস্তা খোলা রয়েছে। এছাড়া সম্প্রতি কলেজ-বিশ্ববিদ্যালয়ের পডুয়ারা বিদেশি ভাষা শিখতে আগ্রহী। আমাদের স্পেন সফরে তাই এখানকার ভাষাবিদদের সঙ্গে আলোচনা করলাম। এখানকার ডিরেক্টর জেনারেল অফ ল্যাঙ্গুয়েজের সঙ্গে কথা হল। কীভাবে আমরা কাজ করতে পারি, তা নিয়ে আলোচনা হয়েছে।” পাশাপাশি, মুখ্যসচিব আরও জানান, “স্পেন সম্প্রতি একটা কাজ শুরু করেছে নতুন প্রযুক্তির মাধ্যমে। এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, তাকে কাজে লাগিয়ে ভাষা বিস্তারে কাজ হচ্ছে। আমাদের এখানেও এ ধরনের কাজ শুরু হচ্ছে প্রাথমিকভাবে। তাই উভয়পক্ষ আদানপ্রদানের মাধ্যমে সেই কাজটি করলে সকলেই উপকৃত হবে বলে মনে করছি। এখানকার ডিরেক্টর জেনারেল অফ ল্যাঙ্গুয়েজকে সেই প্রস্তাব দেওয়া হয়েছে। আলাপ-আলোচনার মধ্যেই কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। আরও আলোচনা দরকার।” বৃহস্পতিবার বইমেলা নিয়ে বাংলার প্রতিনিধিদের সঙ্গে স্পেনের বৈঠক হয়। সেখানেও আলোচনা হয়েছে ভাষা, সাহিত্য আদানপ্রদান সম্বন্ধে।