বিজেপি বিধায়ক হওয়ার স্বপ্ন দেখিয়ে ব্যবসায়ীর থেকে কোটি কোটি টাকার প্রতারণা। পুলিশের আটক মহিলা। চলতি বছরের কর্ণাটক বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিট পাওয়ার নামে এক এক শিল্পপতির কাছ থেকে ৪ কোটি টাকার প্রতারণার ঘটনা প্রকাশ্যে এসেছে। শিল্পপতিকে প্রতারণার অভিযোগে চৈত্র কুন্দপুরা এবিভিপি-র জাতীয় কর্মসমিতির সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর, স্পেশাল উইং সিটি সেন্ট্রাল ব্রাঞ্চ (সিসিবি) পুলিশ মঙ্গলবার গভীর রাতে অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করে। পুলিশের জানিয়েছে অভিযুক্ত চৈত্র কুন্দাপুরা দক্ষিণ কন্নড় জেলার বান্দুর বিধানসভা থেকে গোবিন্দ বাবু পূজারিকে বিজেপির টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। মহিলা দাবি করেছিলেন তার সঙ্গে আরএসএস নেতাদের ঘনিষ্ঠতা রয়েছে। গোবিন্দবাবুকে তিনি অনায়াসেই টিকিট দিতে পারেন।
রিপোর্ট অনুসারে, শিল্পপতি গোবিন্দ বাবুর কাছ থেকে টাকা আদায়ের জন্য জন্য চৈত্র কুন্দাপুরা দুই আরএসএস নেতার নাম নিয়েছিলেন। অভিযুক্ত মহিলা বাবুকে বলেছিলেন যে তিনি আরএসএস নেতা সুরেন্দ্র এবং বিশ্বনাথকে খুব ভালভাবে চিনতেন। তিনি তাঁর সঙ্গে কথা বলবেন এবং তাঁকে বিজেপির টিকিট দেবেন। এ জন্য তিনি বাবুর কাছ থেকে নেন প্রায় চার কোটি টাকা। পরে টিকিট না পেয়ে শিল্পপতি তার টাকা ফেরত চান। সেই টাকা ফেরত দিতে অস্বীকার করেন মহিলা।
শুধু তাই নয়, অভিযুক্ত মহিলা বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির সদস্য হিসেবে এক কাবাব বিক্রেতাকে বাবুর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তবে সবচেয়ে মজার বিষয় হল, গ্রেফতারের আগে গত রাতে তিনি উদুপিতে এক মুসলিম মহিলার বাড়িতে লুকিয়ে ছিলেন।