বাংলার রাজ্যপাল বিজেপির হয়ে কাজ করছে। এই অভিযোগ বারবার তুলেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু এবার বিজেপি রাজ্যপালকে কার্যত দলীয় নেতার পদে বসিয়ে দিচ্ছে বলে অভিযোগ। কারণ বিজেপির দলীয় কর্মসূচি ‘মেরি মাটি মেরা দেশ’ শুরু হয়েছে। সেই কর্মসূচির একটি পর্বে রাজ্যপাল সিভি আনন্দ বোসের উপস্থিত থাকার কথা বলে সূত্রের খবর।
এমন কথা এখন চাউর হয়ে গিয়েছে। দলীয় কর্মীদের নাকি এমন কথা জানানোও হয়েছে। এখন সেটা নিয়েই সরব বিরোধীরা। তবে এই খবর প্রকাশ্যে আসার পর বিজেপি যে কর্মসূচি নিয়েছে তা থেকে সরে দাঁড়াতে পারেন রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেও শোনা যাচ্ছে।
নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর বলেন, ‘আমরা তো আগেই বারবার বলেছি, রাজ্যপাল পদকে বিজেপি দলীয় নেতার পদ হিসাবে ব্যবহার করছে। ওরা দলীয় চিঠিতেই এমন কথা স্বীকার করে নিচ্ছে।’ যদিও বিজেপির সাংসদ জগন্নাথ সরকার একটি দৈনিক সংবাদপত্রকে বলেন, ‘ওই কর্মসূচি পুরোপুরি দলীয় নয়। রাজ্যপাল রাজ্যস্তরের অনুষ্ঠানে চাইলে থাকতেই পারেন। মুখ্যমন্ত্রীও থাকতে পারেন।’