গতকাল, অর্থাৎ মঙ্গলবার পূর্ব বর্ধমানের মাধবডিহিতে সেপটিক ট্যাঙ্কে কাজ করতে নেমে প্রাণ হারান ৩ শ্রমিক। অসুস্থ অবস্থায় হাসপাতালে এখনও ভর্তি ২ জন। এবার তাঁদের প্রত্যেকের পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার। এদিন রাতেই পূর্ব বর্ধমানের মাধবডিহি এলাকায় মৃত ও অসুস্থদের পরিবারের সঙ্গে দেখা করলেন মন্ত্রী মলয় ঘটক। হাতে তুলে দিলেন আর্থিক সাহায্য। মঙ্গলবার মাধবডিহিতে জয়ন্ত মালিক নামে একজনের বাড়ির কাজ চলছিল। সেই নির্মীয়মাণ বাড়ির সেপটিক ট্যাঙ্কের পাটা খোলার জন্য প্রথমে দুই শ্রমিক নিচে নামেন। তারপর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও তাঁদের কোনও সাড়া শব্দ মেলেনি। ফলে উপরে থাকা ব্যক্তিদের সন্দেহ হয়। এরপর আরও তিনজন নিচে নামেন। তাঁরা উঠছে না দেখে সংশয় আরও বাড়ে।
এরপরই ট্যাঙ্ক থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয় পাঁচজনকে। দ্রুত তাঁদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। মৃতরা হলেন জয়দেব মাল, অশোক সাঁতরা এবং সুন্দরম মালিক। বাকি অসুস্থ দুজনকে বর্ধমান মেডিক্যালে রেফার করা হয়। সেখানেই চিকিৎসা চলছে তাঁদের। এই দুর্ঘটনার খবর বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন মৃতদের পরিবারের সদস্যরা। মঙ্গলবার গভীর রাতে মৃতদের বাড়ি গিয়ে আর্থিক সাহায্য তুলে দেন মন্ত্রী মলয় ঘটক। সঙ্গে ছিলেন ছিলেন বিধায়ক শম্পা ধাড়া, পূর্ব বর্ধমান জেলা আইএনটিটিইউসি সভাপতি সৈয়দ মহম্মদ সেলিম-সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে সাহায্য করা হয়েছে বাকি অসুস্থ শ্রমিকদেরও।