মঙ্গলবার ক্লাবের নতুন জার্সি প্রকাশ্যে এনেছে লাল-হলুদ শিবির। একটি বিশেষ ভিডিওয় ওই জার্সি উন্মোচন করেছে ইস্টবেঙ্গল। ইতিমধ্যেই দামামা বেজে গিয়েছে দশম আইএসএলের। গত তিন বছরের ব্যর্থতার রেশ কাটিয়ে এবছর নতুন করে অভিযান শুরু করতে চাইছে লাল-হলুদ শিবির। এদিন নতুন জার্সি প্রসঙ্গে ক্লাবের বক্তব্য, “এই রংটাই আমাদের একসঙ্গে নিয়ে আসে। এই আগুনটা আমাদের এগিয়ে যেতে সাহায্য করে।” মোটামুটিভাবে ইস্টবেঙ্গলের জার্সির চিরাচরিত ডিজাইনই রাখা হয়েছে। এবার জার্সির সামনে ও পিছনে ইস্টবেঙ্গলের নতুন স্পনসর ‘ব্যাটারি’র নাম লেখা। জার্সির পিছনেও একই ডিজাইন রাখা হয়েছে।
পাশাপাশি, জার্সিতে স্পনসর হিসেবে রয়েছে ইমামির নাম। প্যান্টের রং কালো। উল্লেখ্য, গত তিন বছর আইএসএলের মঞ্চে ইস্টবেঙ্গলের পারফরম্যান্স একেবারেই আশাব্যঞ্জক ছিল না। তবে কার্লেস কুয়াদ্রাতের কোচিংয়ে এবারের ডুরান্ড কাপে লাল-হলুদ অনেক বেশি তাগিদ দেখিয়েছে। আইএসএলেও সেই তাগিদই দেখতে চাইবেন লাল-হলুদ সমর্থকরা। ২৫শে সেপ্টেম্বর জামশেদপুর এফসির বিরুদ্ধে হোম ম্যাচ দিয়ে আইএসএল অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল। তাঁদের দ্বিতীয় ম্যাচও ঘরের মাঠে হায়দরাবাদের বিরুদ্ধে। আইএসএলের প্রথম ডার্বি ২৮শে অক্টোবর।