সামনেই লোকসভা নির্বাচন। আর তার আগে ক্রমশই প্রকাশ্যে চলে আসছে বঙ্গ বিজেপির অন্তর্কলহ। গতকালই যেমন দলের কর্মী-সমর্থকরা তালাবন্দি করে রেখেছিলেন বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে। আর এবার বর্ধমান-দুর্গাপুরের সাংসদ সুরজিৎ সিং আলুওয়ালিয়ার নামে নিখোঁজ পোস্টার পড়ল দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে।
পোস্টারের বয়ান দেখে ঘটনার নেপথ্যে বিজেপির একাংশ রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। পোস্টারে লেখা রয়েছে, ‘দুর্গাপুরের সাংসদ জি, দিল্লি থেকে ফিরল কি? পায় না দেখা দলের লোক, অন্য কেউ এমপি হোক।’ নীচে লেখা, ‘এমন এমপি চাই না।’ বুধবার সকালে দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে বিজেপি সাংসদের নামে এমন একাধিক নিখোঁজ পোস্টারকে ঘিরে হইচই পড়ে গিয়েছে আদালত চত্বরে।
পরিস্থিতির জন্য বিজেপির গোষ্ঠীকোন্দলকেই দায়ী করছেন আইনজীবীদের একাংশ। দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবী কল্লোল ঘোষের দাবি, ‘এটা বিজেপির অন্তর্কলহ ছাড়া কিছু নয়। বলছে, ঘরের লোক সাংসদ হোক। মঙ্গলবার অন্তর্কলহের কারণে বাঁকুড়ায় দলের লোকেদের হাতে আক্রান্ত হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। তাছাড়া আলুওয়ালিয়াকে কোথাও দেখাও যায় না।’ একই সঙ্গে তাঁর কটাক্ষ, ‘পোস্টারটা মিথ্যে নয়। বিজেপির অন্তর্কলহও মিথ্যে নয়।’