তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও একবার জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আজ ইডি দফতরে ম্যারাথন জেরা চলছে অভিষেকে। এর আগেও তাঁকে একাধিকবার ডেকেছে সিবিআই। তিনি হাজিরা দিয়েছেন ইডির দফতরে। আর প্রতিবারই মাথা উঁচু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতর থেকে বেরিয়ে এসেছেন অভিষেক। বলেছেন, “প্রাণ গেলে যাক। তবু মাথা নত করব না।” আর বুধবার যখন সিজিও কমপ্লেক্সে অভিষেককে জিজ্ঞাসাবাদ করছে ইডি, তখন তাঁর সেই কথাই ট্রেন্ডিং হল এক্স হ্যান্ডেলে। “এবি ঝুকেগা নেহি”।
প্রসঙ্গত, বুধবার সকাল ১১ টার কিছুটা পর কালীঘাট থেকে সিজিও কমপ্লেক্সের উদ্দেশে রওনা হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১১টা বেজে ৩৫ মিনিট নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান তিনি। চলে যান ছ’তলায়। সেখানেই তাঁর জন্য প্রশ্ন নিয়ে তৈরি ছিলেন ইডি আধিকারিকরা। বেলা ১২টা থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বলে খবর। দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদ চলছে। উল্লেখ্য, তেলুগু ছবি ‘পুষ্পা’-র জনপ্রিয় সংলাপ ছিল “পুষ্পা ঝুকেগা নেহি”। এর আগে জিজ্ঞাসাবাদের পর সিবিআই দফতর থেকে বেরিয়ে অভিষেকও বলেছিলেন, “ঝুকেগা নেহি”। অর্থাৎ কেন্দ্রের চাপের সামনে কোনওমতেই মাথা নত করতে রাজি নন তৃণমূল সাংসদ।