আচমকাই প্রবল আতঙ্ক ছড়াল উত্তর ২৪ পরগনার হাবড়ায়। এলাকায় ঘুরে বেড়াচ্ছে একটি পাগলা কুকুর। লোকজনকে যাতায়াত করতে দেখলেই আঁচড়ে-।কামড়ে মারাত্মকভাবে আহত করছে সে! তার আক্রমণে অন্তত ২৫ জন জখম হয়েছেন। পথে তার অতর্কিত হামলা থেকে বাঁচতে এখন লাঠি হাতে নিয়ে রাস্তায় বেরোচ্ছেন অনেকেই। সূত্রের খবর, মঙ্গলবার রাত থেকে হাবড়ার দেশবন্ধু পার্ক, হিজলপুকুর, হাবড়া-১ ও ২ নম্বর গেট, স্টাফ কোয়ার্টার, হাবড়া বাজার ও স্টেশন এলাকায় ঘুরে বেড়াতে দেখা যায় কুকুরটিকে। এমনকী, খ্যাপাটে কুকুরটি রাতে থানাতেও ঢুকে গিয়েছিল। তবে থানার ভিতরেই থাকা অন্য কুকুরদের সঙ্গে মারামারি বাধে তার। এক রাতের মধ্যেই কুকুরটি অন্তত ২৫ জনকে জখম করেছে।
প্রসঙ্গত, প্রাথমিকভাবে আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে। কিন্তু ২ জনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় হাসপাতালের তরফে কলকাতায় রেফার করা হয় তাঁদের। আহতদের দেখতে হাবড়া হাসপাতালে উপস্থিত হন খোদ পুরপ্রধান। কুকুরটিকে ধরার জন্য খবর দেওয়া হয় পশুপ্রেমী সংস্থার কর্মীদের। যদিও বেশ কিছুক্ষণ পাগল কুকুরটির পিছনে ছোটাছুটি করেও সেটিকে কিছুতেই বাগে আনতে পারেননি তাঁরা। এখনও শহরের মধ্যেই এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে সেটি। ফলে প্রবল ভয়ের পরিবেশ তৈরি হয়েছে সারা হাবড়া শহর জুড়েই।