বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ বহুদিন ধরেই তুলে আসছে তৃণমূল কংগ্রেস। এই আবহে গত ২১ জুলাই শহিদ সমাবেশ থেকে দিল্লি যাত্রার ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ২ অক্টোবর, গান্ধী জয়ন্তীর দিন দিল্লিতে হওয়ার কথা তৃণমূলের সেই সভা। তবে তার জন্য মেলেনি দিল্লি পুলিশের অনুমতি। আর তা নিয়েই এবার মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ১০০ দিনের কাজ সহ একাধিক প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। কেন্দ্রের থেকে বাংলার পাওনা ১ লাখ ১৫ হাজার কোটি টাকা। সেই প্রাপ্য টাকা আদায়ের দাবিতেই আগামী ২ অক্টোবর দিল্লি অভিযানের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু সেদিন রাজধানীতে জমায়েতের অনুমতি পায়নি বাংলার শাসক দল। তবে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, অনুমতি পাওয়া যাক কি না যাক, সেদিন দিল্লিতে তৃণমূল আন্দোলন করবেই।
মমতা জানান, ২ অক্টোর গান্ধীজয়ন্তী উপলক্ষ্যে রাজঘাটে গিয়ে প্রার্থনা করবেন তৃণমূল কংগ্রেসের সদস্যরা। তৃণমূলের সব সাংসদ, বিধায়ক এবং জেলা পরিষদের সভাধিপতিরা রাজঘাটে যাবেন সেদিন। তবে এর আগে তৃণমূলের পরিকল্পনা ছিল, ট্রেনে করে দলের যুব নেতা-কর্মীরা দিল্লি গিয়ে আন্দোলন করবেন। সেটা আর হবে না। বরং নিজেদের দাবি জানিয়ে রাজঘাটে প্রার্থনায় যোগ দেবেন তৃণমূলের নেতারা। যদিও এর জন্যেও অনুমতি মিলবে কি না, তা নিয়ে রয়েছে সংশয়।