গত শনিবার সাত সকালে গ্রেপ্তার করা হয়েছে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডুকে। স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতি মামলায় নান্দিয়াল জেলার পুলিশ এবং সিআইডি তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র প্রধানকে গ্রেপ্তার করেছে। এবার চন্দ্রবাবুর পাশে দাঁড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তাঁর গ্রেফতারিকে ‘প্রতিশোধমূলক আচরণ’ বলেই মনে করছেন তৃণমূল নেত্রী। সোমবার নবান্নে চন্দ্রবাবু নাইডুর গ্রেপ্তারি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মমতা বলেন, ‘চন্দ্রবাবু নাইডুর গ্রেপ্তারের বিষয়টি আমার একেবারেই পছন্দ হয়নি। যদি কোনও ভুল থাকে তাহলে কথা বলে বা তদন্ত করে বিষয়টি সমাধান করা যায়। সেটা আপনাদের হাতে রয়েছে। কিন্তু প্রতিশোধমূলকভাবে গ্রেফতার করা মোটেও উচিত নয়। হয়তো তা আগামী দিনে বুমেরাং হতে পারে।’