গত ৫ মাস ধরে জাতি হিংসার আগুনে জ্বলছে উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য মণিপুর। ইতিমধ্যেই কুকি আর মেইতেইদের মধ্যে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। ঘটেছে গণধর্ষণ, জীবন্ত পুড়িয়ে মারার মতো ঘটনাও। তবে রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলেও গোষ্ঠীহিংসা নিয়ে বিভ্রান্তিকর এবং পক্ষপাতদুষ্ট খবর প্রচারের অভিযোগ তুলে ‘এডিটর্স গিল্ড অফ ইন্ডিয়া’ (ইজিআই)-র সভাপতি এবং তিন সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল মণিপুর পুলিশ।
এবার আদালতে স্বস্তি পেলেন তাঁরা। তাঁদের আবেদনের ভিত্তিতে মণিপুরের রাজ্য সরকারকে নোটিস দিয়ে শীর্ষ আদালত জানিয়েছে, গিল্ড সদস্যদের ব্যাপারে কোনও দমনমূলক ব্যবস্থা যেন নেওয়া না হয়। তাঁদের ব্যাপারে মণিপুর সরকার জবরদস্তি কোনও ব্যবস্থা নিতে পারে, এই আশঙ্কায় আদালতে আবেদন করেছিলেন গিল্ড সদস্যরা। তাঁদের বিরুদ্ধে এই রকম কোনও পদক্ষেপ গ্রহণ করতে কড়াভাবে বারণ করেছে তিন বিচারপতিকে নিয়ে গঠিত বিশেষ বেঞ্চ। বেঞ্চের সভাপতিত্বে ছিলেন স্বয়ং বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।