সম্প্রতি স্ট্যালিনপুত্র উদয়ানিধির মন্তব্যে শোরগোল গোটা দেশের রাজনৈতিক মহলে। এক কথায় সনাতন ধর্মের সঙ্গে রোগ ব্যাধির তুলনা টেনেছেন ডিএমকে-র এই তরুণ নেতা। প্রত্যাশিত ভাবেই তাঁর মন্তব্যকে হাতিয়ার করে ময়দানে ঝাঁপিয়েছে গেরুয়া শিবির। কিন্তু বিজেপি এই ইস্যুতে চাপ বাড়ানোর কৌশল নিলেও তিনি যে মাথা নোয়াবেন না, তা আরও একবার স্পষ্ট করে দিলেন উদয়ানিধি স্ট্যালিন। উলটে সোশ্যাল মিডিয়ায় মশা মারা কয়েলের ছবি পোস্ট করে পরোক্ষে বিজেপিকে কটাক্ষ ছুড়ে দিলেন ডিএমকে নেতা।
সম্প্রতি চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে ন্যায় ও সাম্যের বিরোধী সনাতন ধর্মের আদর্শকে মুছে ফেলার কথা বলেন উদয়নিধি। তিনি সাফ বলেছিলেন, রোগের বিরোধিতা করা যায় না, তাকে নির্মূল করতে হয়। ম্যালেরিয়া-ডেঙ্গির মতো রোগকে যেমন নিশ্চিহ্ন করার প্রয়োজন রয়েছে, তেমনই সনাতন ধর্ম ও তার আদর্শকেও সমাজ থেকে মুছে ফেলার প্রয়োজন রয়েছে। আর তাঁর সেই মন্তব্য নিয়েই উঠেছে বিতর্কের ঝড়। ওই মন্তব্যে আসলে সনাতন ধর্ম তথা হিন্দু ধর্মকে অপমান করা হয়েছে, এই মর্মে জোর প্রচার শুরু করেছে হিন্দুত্ববাদী শিবির। এমনকি ডিএমকে নেতার বক্তব্যের উপযুক্ত জবাব দেওয়ার জন্য মন্ত্রীদের উসকে দেওয়া হয়েছে উপরমহল থেকেই।
দেশের অন্যান্য রাজনীতিবিদরাও যেন খানিকটা দূরত্বই বজায় রেখেছেন তরুণ নেতার ধর্ম সংক্রান্ত সেই মন্তব্য থেকে। আবার হিন্দু ধর্মের বৈষম্যের কথাও মনে করিয়ে দিয়েছেন মল্লিকার্জুন খাড়গে বা স্ট্যালিনের মতো দক্ষিণের কোনও কোনও পোড় খাওয়া রাজনীতিবিদ। সব মিলিয়ে উদয়ানিধির মন্তব্যে আরও একবার স্পষ্ট হয়ে গিয়েছে দেশের বর্তমান রাজনীতির সঙ্গে ধর্মের সমীকরণ।
তবে গেরুয়া শিবিরের লাগাতার আক্রমণ সত্ত্বেও যে তিনি তাঁর আগেকার অবস্থান থেকে নড়ছেন না, সে কথা আগেই বুঝিয়ে দিয়েছিলেন উদয়ানিধি। দলীয় সমর্থকদের উদ্দেশে চিঠি লিখে তিনি বলেছিলেন, যেসব ধর্ম মানুষকে সমান চোখে দেখে, তাদের তিনি শ্রদ্ধা করেন। কিন্তু তা না বুঝেই মোদী সরকার কুৎসা করে থাকে, আর সেভাবেই নিজেদের দুর্নীতি থেকে তারা নজর ঘোরায়- এমনটাই দাবি করেছিলেন স্ট্যালিন জুনিয়র। এবার সোশ্যাল মিডিয়ায় মশা মারা ধূপের ছবি পোস্ট করে ফের নিজের বক্তব্যের কথা মনে করিয়ে দিলেন তিনি। শুধু তাই নয়, বিজেপির সঙ্গে বিষাক্ত সাপেরও তুলনা টেনেছেন তিনি।