রাজধানীতে চলছে জি-২০ আন্তর্জাতিক সম্মেলন। এর মধ্যেই ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিন্দায় কংগ্রেস। জি-২০’র মূল বৈঠকের দিনেই দুর্নীতি দমন ও আর্থিক কেলেঙ্কারি রুখতে মোদীর বক্তব্য এবং বাস্তব চিত্র, দেশবাসীকে দুই-ই স্মরণ করিয়ে দিলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। বললেন, দুর্নীতি নিয়ে মোদী মুখে যা বলেন, কাজে তার উল্টোটাই! প্রবীণ কংগ্রেস নেতার বক্তব্য, ২০১৪ সালে ব্রিসবেনে জি-২০ বৈঠকে আর্থিক জালিয়াতদের স্বর্গরাজ্য নিশ্চিহ্ন করার সওয়াল করেছিলেন মোদী। পাশাপাশি, দুর্নীতিগ্রস্তদের বাঁচাতে যে নানাবিধ আন্তর্জাতিক বিধিনিষেধ ও ব্যাঙ্কের গোপনীয়তা সংক্রান্ত আইন রয়েছে, তাও পাল্টানোর উপরে জোর দিয়েছিলেন।
অথচ বাস্তবে দেখা যাচ্ছে, সব ধরনের নিরাপত্তাই পাচ্ছেন মোদী-ঘনিষ্ঠ দুর্নীতিগ্রস্তরা। তাঁদের বিরুদ্ধে যথারীতি নীরব প্রধানমন্ত্রী। ২০১৮ সালে আর্জেন্টিনার জি-২০ সম্মেলনে মোদী দুর্নীতিগ্রস্তদের সম্পদ বাজেয়াপ্ত করার ঘোষণা করেছিলেন। কিন্তু বাস্তবে দুর্নীতি ও আর্থিক কারচুপির অভিযোগ ওঠা নিজের ঘনিষ্ঠ শিল্পপতির হাতেই দেশের সব গুরুত্বপূর্ণ সম্পদের একচ্ছত্র দায়িত্ব তুলে দিয়েছেন। আদানিকে বাঁচাতে সিবিআই, ইডি, সেবিকে নিষ্ক্রিয় থাকার বার্তা দেওয়া হয়েছে। জয়রামের কথায়, আদতে স্বজনপোষণের কুৎসিত উদাহরণ তৈরি করে মুখে বড় বড় কথা বলতেই ব্যস্ত প্রধানমন্ত্রী মোদী। তাঁর কথা ও কাজের মধ্যে ফারাক আশমান-জমিন।