শনিবার সাত সকালে গ্রেপ্তার করা হয়েছে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডুকে। স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতি মামলায় নান্দিয়াল জেলার পুলিশ এবং সিআইডি তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র প্রধানকে গ্রেপ্তার করেছে। এই গ্রেপ্তারির প্রতিবাদে আজ, সোমবার অন্ধ্রপ্রদেশ বনধের ডাক দিল টিডিপি। অভিনেতা-রাজনীতিক পবন কল্যাণের দল জন সেনা পার্টিও এই বনধকে সমর্থন করার ডাক দিয়েছে।
এ দিন সকাল থেকেই রাজ্যের বিজয়ওয়াড়া, শ্রীকাকুলাম শহরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন টিডিপি সমর্থকেরা। ইতিমধ্যেই বেশ কয়েক জন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। টিডিপির অভিযোগ, চন্দ্রবাবু নায়ডুকে ফাঁসাতে রাজ্যের শাসকদল ওয়াইএসআর কংগ্রেসের নির্দেশে মিথ্যা অভিযোগ সাজিয়েছে সিআইডি। এই অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির দল। অন্য দিকে, সোমবার সকালেই রাজামুন্দ্রি কেন্দ্রীয় জেলে নিয়ে আসা হয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা টিডিপি প্রধান চন্দ্রবাবুকে। মনে করা হচ্ছে, আগামী ১৪ দিনের জন্য এই জেলই ঠিকানা হতে চলেছে চন্দ্রবাবুর।