এ যেন বজ্র আঁটুনি ফসকা গেরো! জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আসা বিদেশি অতিথিদের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছিল মোদী সরকার। কিন্তু তারই মধ্যে ফের আরবের প্রেসিডেন্টের নিরাপত্তায় দেখা গেল বড়সড় গলদ। জি-২০ সম্মেলন চলাকালীনই এক ব্যক্তি সংযুক্ত আরব আমিরশাহী প্রেসিডেন্টের হোটেলে ঢুকে পড়েন। অসুস্থ ভাইয়ের চিকিৎসা করাতে প্রেসিডেন্টের সাহায্য চেয়ে তাঁর সঙ্গে দেখা করার চেষ্টা করেন ওই ব্যক্তি। শেষ পর্যন্ত অবশ্য তাঁকে আটকে দেন নিরাপত্তারক্ষীরা।
ঘটনার সূত্রপাত গত শনিবার। দিল্লির তাজ মানসিং হোটেলে ছিলেন আরবের প্রেসিডেন্ট জায়েদ আল নাহিয়ান। সেখানে নিরাপত্তা বলয় পেরিয়ে ঢুকে পড়েন এক ব্যক্তি। নিজেকে সৌদি আরবের পুলিশ আধিকারিক বলে পরিচয় দেন তিনি। সোজা প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে পৌঁছে যান ওই ব্যক্তি। তাঁর দাবি, গুরুতর অসুস্থ হয়ে সৌদি আরবে চিকিৎসাধীন তাঁর ভাই। চিকিৎসার ক্ষেত্রে সাহায্য প্রার্থনা করতেই প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে চেয়েছেন তিনি।
জানা গিয়েছে, কয়েকদিন আগেই দিল্লিতে এসেছিলেন সৌদি আরবের ওই ব্যক্তি। বিমানবন্দরের কাছেই একটি হোটেলে ছিলেন তিনি। শনিবার জি-২০ স্টিকার লাগানো গাড়ি নিয়ে পৌঁছে যান হোটেলে। প্রেসিডেন্টের হোটেলের লবিতে ঢুকে দীর্ঘক্ষণ অপেক্ষা করেন তিনি। প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে যাওয়ার ঠিক আগেই তাঁকে আটকে দেন নিরাপত্তারক্ষীরা। তবে শেষ পর্যন্ত প্রেসিডেন্টের সঙ্গে ওই ব্যক্তিকে দেখা করার অনুমতি দেওয়া হয়। তারপর দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে মুক্তি দেয় দিল্লি পুলিশ।