সোমবার থেকে রাজ্যে বদলাতে চলেছে আবহাওয়ার মেজাজ। প্রসঙ্গত, বেশ কিছুদিন থেকে বৃষ্টিতে ভিজছে বাংলা। নতুন সপ্তাহের শুরুর দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। মৌসুমী অক্ষরেখার প্রভাবে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও তেমন দুর্যোগ দেখা যাবে না। দক্ষিণবঙ্গের কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামীকাল থেকে কিছুটা বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। ওদিকে আজ উত্তরবঙ্গের চারটি দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এর পাশাপাশি কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় হালকা বৃষ্টি হতে পারে। আজ থেকে দক্ষিণে কিছুটা তাপমাত্রা বাড়বে। বজায় থাকবে আদ্রতাজনিত অস্বস্তি। মঙ্গলবার পর্যন্ত এমনই থাকবে। দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, অক্ষরেখা ক্রমশ্য উত্তরবঙ্গের দিকে যাবে এবং যার জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ১২ই সেপ্টেম্বর মঙ্গলবার নাগাদ উত্তর-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা। তার সম্ভাব্য অভিমুথ হতে পারে উড়িষ্যার দিকে। এর প্রভাব বাংলাতেও পড়বে বলে জানিয়েছেন আবহবিদরা।