গত শুক্রবার ভারতে পা রাখার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রীতি অনুযায়ী, এই ধরনের দ্বিপাক্ষিক বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে মার্কিন সাংবাদিকরা উভয় রাষ্ট্রনেতাকেই কিছু প্রশ্ন করে থাকেন। আমেরিকায় যখন মোদী গিয়েছিলেন, তখনও তাঁকে সাংবাদিকদের মুখোমুখি হতে হয়েছিল। তবে বাইডেনের ভারত সফরকালে মার্কিন সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগই দেওয়া হল না!
জানা গিয়েছে, মোদী সরকারের পক্ষ থেকে সফররত মার্কিন সাংবাদিকদের জানিয়ে দেওয়া হয়েছিল, মোদী-বাইডেন দ্বিপাক্ষিক বৈঠকের পর কোনও সওয়াল-জবাব পর্ব থাকবে না। এমনকী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে একাও সাংবাদিক সম্মেলন করতে দেওয়া হয়নি। পরে হোয়াইট হাউজের তরফে সাংবাদিকদের জানানো হয়েছিল যে ভিয়েতনামে পৌঁছে বাইডেন সাংবাদিক সম্মেলন করবেন। আর গতকাল দিল্লি থেকে ভিয়েতনাম পৌঁছেই সাংবাদিকদের মুখোমুখি হন বাইডেন।
এই আবহে বাইডেনের সাংবাদিক সম্মেলনের একটি ক্লিপ তুলে ধরে মোদী সরকারকে তোপ দেগেছেন কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ। তিনি দাবি করেছেন, বাইডেনকে ভারতে সাংবাদিক সম্মেলন করতে দেয়নি মোদী সরকার। তবে তাতে কিছুই বদলায়নি। ভারতে এসে মোদীকে বাইডেন বার্তা দেন যাতে মানবাধিকার রক্ষা করা হয় এবং সংবদমাধ্যমের স্বাধীনতা খর্ব করা না হয়। ভিয়েতনামে গিয়ে তিনি সেই কথাটাই তুলে ধরেন সাংবাদিকদের সামনে।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জয়রাম লেখেন, ‘বাইডেনকে মোদী বলেন— না সাংবাদিক সম্মেলন করব না করতে দেব। তবে তাঁর সেই বাধা দেওয়ায় কোনও লাভ হল না। ভারতে মোদীর মুখে ওপর বাইডেন যা সব বলে গিয়েছেন, ভিয়েতনামে গিয়েও তিনি সেটাই বলেছেন। তিনি মানবাধিকার রক্ষা করার কথা বলেছেন। শিক্ষিত সমাজের ভূমিকার কথা তুলে ধরেছেন। এবং সংবাদমাধ্যমের স্বাধীনতার কথা বলেছেন।’