বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সঙ্গে হিন্দুত্বের কোনও সম্পর্ক নেই। স্রেফ ক্ষমতার লোভে হিন্দুত্বকে ব্যবহার করে আসছে বিজেপি এবং আরএসএস। এমনই দাবি করলেন ওয়াইনাডের কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
তাঁর দাবি, হিন্দু ধর্মগ্রন্থ পড়েছেন তিনি। হিন্দুধর্মের অনেক বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছেন। কিন্তু বিজেপি এবং আরএসএস যা করে, সেটার উল্লেখ হিন্দুধর্মের কোথাও নেই।
রান্সের প্যারিসের একটি বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভায় রাহুল বলেন, ‘আমি গীতা পড়েছি, আমি উপনিষদ পড়েছি। আমি হিন্দু (ধর্মের) অনেক বই পড়েছি। বিজেপি যা করে, সেটার মধ্যে কোনও হিন্দুত্বের বিষয় নেই। সেটার মধ্যে ছিঁটেফোটাও হিন্দুত্ব নেই – কিচ্ছু নেই।’
কংগ্রেস সাংসদ বলেন, ‘আমি হিন্দু (ধর্মের) কোনও বইয়ে পড়িনি বা হিন্দুধর্মের কোনও বিজ্ঞ মানুষের থেকে কখনও শুনিনি যে আপনার থেকে দুর্বল মানুষকে ভয় দেখাতে হবে, ক্ষতি করতে হবে। আমি কোনওদিন কোথাও এরকম পড়িনি।’