ফের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ অভিষেক বন্দোপাধ্যায়কে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। প্রসঙ্গত, ইন্ডিয়া জোটের কো-অর্ডিনেশন বৈঠকের প্রথম বৈঠকের দিনই তাঁকে তলব করা হয়েছে। বুধবার, ১৩ তারিখ তাঁকে ইডি দফতরে হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছে। রবিবার রাতে সেই নোটিশ পেয়েই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন অভিষেক। সোমবার এ নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। সেখানে বুধবার অভিষেককে ইডি তলব নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে জবাবে তিনি বলেন, “এটা রাজনৈতিক প্রতিহিংসা। অভিষেককে বারবার বিরক্ত করা হচ্ছে এভাবে। যখন-তখন ডেকে পাঠানো হচ্ছে। কোনও অভিযোগ উঠলে তার তদন্ত করুক কিন্তু এভাবে হেনস্তা কেন? এসব সিদ্ধান্ত কিন্তু পরবর্তীতে বিজেপির ক্ষেত্রে ব্যুমেরাং হতে পারে।”
পাশাপাশি মমতার বক্তব্য, “আজ একটা দল ক্ষমতায়, কাল অন্য কেউ ক্ষমতায় আসবে। কিন্তু যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ঠিক রাখতে হবে। সেটাই গণতন্ত্রের পক্ষে কাম্য। গণতন্ত্রে এটা হয় যে কোনও কোনও রাজনৈতিক দলের সঙ্গে আপনার সম্পর্ক ভাল হতে পারে, কারও নাও হতে পারে। আমি তো সিপিএমের কাউকে টাচও করিনি। ওরা আমাদের যুব রাজনৈতিক নেতাদের সহ্য করতে পারছে না। আজ আপনারা ক্ষমতায় আছেন, তাই এসব করছেন। কাল আপনারা যখন ক্ষমতায় থাকবেন না, তখন তো অন্য কেউ আসবে। তারাও তো এটাই করবে।” এদিন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর গ্রেপ্তারি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ও একই প্রতিক্রিয়া দিয়েছেন। তাঁর গ্রেপ্তারিও রাজনৈতিক প্রতিহিংসা বলে মনে করছেন তিনি। ১২ তারিখ অর্থাৎ মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় ১২ দিনের সফরে স্পেন যাচ্ছেন। তার আগে নবান্নে সাংবাদিক বৈঠক করেন তিনি। “যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করব, এমন কিছু অপ্রত্যাশিত ঘটনা যদি কেউ ঘটায়, আপনারা একটু দেখবেন”, জানিয়েছেন মুখ্যমন্ত্রী।