‘জওয়ান’ জ্বরে আক্রান্ত গোটা দেশ। আর সেই সঙ্গেই পঞ্চাশোর্ধ্ব শাহরুখ খান যেন হঠাৎই আরও বেশি করে রাজনৈতিক ‘সচেতন’ হয়ে উঠেছেন। সিনেমার সংলাপে যখন কিং ভক্তদের অনেকেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ খুঁজে পেয়েছেন, তখন কংগ্রেস নেতা জয়রাম রমেশ শাহরুখের হয়ে সওয়াল করলেন। বিজেপি সরকারকে খোলাখুলি চ্যালেঞ্জ ছুঁড়লেন, ‘সাহস থাকে তো নতুন সংসদ ভবনে ‘জওয়ান’ দেখান। ঠিক যেমনটা বিজেপি সাংসদ সানি দেওলের ‘গদর ২’ দেখিয়েছিলেন’।
প্রসঙ্গত, সম্প্রতি নতুন সংসদ ভবনে সানি দেওলের ৪০০ কোটি পেরনো ছবি দেখানো হয়েছে। তিনি আবার গুরদাসপুরের সাংসদও। গত লোকসভা ভোটে বিজেপির টিকিটে নির্বাচনে জয়ী হয়ে সাংসদ পদ লাভ করেন। তবে এবার ‘গদর ২’ হিট হওয়ার পর উলটো সুর অভিনেতার মুখে। সানি সাফ জানিয়ে দিয়েছেন যে, আর কোনওদিন ভোটে দাঁড়াতে চান না তিনি। এবার কংগ্রেস নেতা জয়রাম রমেশের প্রশ্ন, ‘গদর ২’ দেখিয়েছিলেন সম্প্রতি। সংসদ ভবনে ‘জওয়ান’ দেখানোর সাহস আছে মোদী সরকারের?
প্রসঙ্গত, ‘জওয়ান’-এ সরাসরি সাধারণ মানুষের কাছে প্রশ্ন রেখেছেন শাহরুখ খান- “দোকানে চাল-ডাল কিনতে গেলে ভাল না খারাপ প্রশ্ন করেন। দরদাম করেন, কিন্তু ৫ বছরের জন্য যখন কাউকে সরকারে আনতে ভোট দেন, তখন কি তার কাছে যাচাই করতে যান যে, বেকারত্ব ঘুচবে কিনা, শিক্ষার অধিকার পাওয়া যাবে কিনা কিংবা পরিবারের সদস্যদের কেউ অসুস্থ হলে সঠিক চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে কিনা? এরপর থেকে যাচাই করে ভোট দিন’। লোকসভা ভোটের ৬ মাস আগে শাহরুখের এই সংলাপকে বার্তা হিসেবেই দেখছেন দেশের একাংশ।