মোদী সরকারের বিরুদ্ধে মুখ খুললেই বিরোধীদের চুপ করাতে প্রতিহিংসার রাজনীতি শুরু করে দেয় বিজেপি। সিবিআই-ইডির মত এজেন্সিগুলিকে লেলিয়ে দেওয়া হয়। বারবারই এই অভিযোগ করে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ দেশের বিরোধী নেতা-নেত্রীরা। এবার ফের মিলল তার প্রমাণ।
বিরোধী জোট ইন্ডিয়ার কো অর্ডিনেশন কমিটির প্রথম বৈঠক ১৩ সেপ্টেম্বর, বুধবার। আর ওই কমিটির সদস্য হিসাবে ওই দিন দিল্লিতে বৈঠকে যোগ দেওয়ার কথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু সেই একইদিনে ইডি দফতরে তাঁকে হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যা নিয়ে তৃণমূল নেতৃত্বের দাবি, গোটাটাই রাজনৈতিক ষড়যন্ত্র৷ তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেছেন, ইন্ডিয়া জোটকে ভয় পেয়েই কো-অর্ডিনেশন কমিটির বৈঠকের দিনে ডেকে পাঠানো হল। অভিষেক বন্দোপাধ্যায়কে ভয় পেয়েছে বিজেপি৷