তাঁর ‘সনাতন’ মন্তব্য নিয়ে বিতর্ক অব্যাহত। প্রতিবাদে সরব হয়েছেন গেরুয়া শিবিরের পাড়ার নেতা থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পর্যন্ত। এর মধ্যেই ফের বিজেপিকে ‘বিষাক্ত সাপ’ বলে তোপ দাগলেন তামিলনাড়ুর মন্ত্রী তথা স্ট্যালিন পুত্র উদয়নিধি স্ট্যালিন। স্বভাবতই এমকে স্ট্যালিনের কটাক্ষে বেজায় চটেছে দক্ষিণের রাজ্যের বিজেপি নেতারা।
বিজেপি এবং রাজ্যের বিরোধী দল এআইডিএমকের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেন উদয়নিধি। তাঁর মতে এআইডিএমকে হল সেই আবর্জনা, যা বিজেপির মতো বিষাক্ত সাপকে আশ্রয় দেয়। উল্লেখ্য, একদিন আগেই ডিএমকে সাংসদ এ রাজা মোদীকে সাপের সঙ্গে তুলনা করেছিলেন।
এদিন উদয়নিধি বলেন, ‘যদি আপনার বাড়িতে বিষাক্ত সাপ ঢুকে পড়ে, তবে সেটিকে বাইরে বের করে দিয়েই কাজ শেষ হয় না। কারণ সেটি বাড়ির কাছে আবর্জনায় লুকিয়ে থাকতে পারে। আশপাশের ঝোপঝাড় পরিস্কার না করলে সাপ ফের ঘরে ঢুকে পড়তে পারে’। এর পর নিজের মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, তামিলনাড়ু হল বাড়ি। বিষাক্ত সাপ হল বিজেপি। বাড়ির কাছে নোংরা হল এআইডিএমকে। উদয়নিধির সাফ কথা, ‘বিজেপির থেকে পরিত্রাণ পেতে এআইএডিএমকেও খতম করতে হবে’।