দেশের নাম বদলের নতুন জিগির তুলেছে বিজেপি তথা মোদী সরকার। ইতিমধ্যেই ‘ইন্ডিয়ার বদলে ভারত’ ইস্যুতে বিজেপি সাংসদ দিলীপ ঘোষের গলায় শোনা গিয়েছে হুঁশিয়ারি। তা প্রকাশ্যে আসতেই এর তীব্র প্রতিবাদ করেছে তৃণমূল কংগ্রেস। তাদের বক্তব্য, ইন্ডিয়া জোট তৈরি হয়ে গিয়েছে। আর তাতেই ভয় পেয়ে গিয়েছে বিজেপি শিবির। মূলত দ্রব্যমূল্যবৃদ্ধি, বেকারত্বের মতো মূল সমস্যা থেকে মানুষের দৃষ্টি ঘোরাতেই এই বিতর্ক তুলছে তারা।
পাশাপাশি, ঘাসফুল শিবিরের কথায়, মণিপুরে নারী-নির্যাতন, প্রাণহানি নিয়ে মুখে কুলুপ বিজেপির মুখে। নিজেদের ব্যর্থতা ঢাকতে এভাবেই কখনও দেশের নাম নিয়ে, কখনও-বা কোনও শহরের নাম নিয়ে অযথা বিতর্ক তৈরি করছে বিজেপি এর মধ্যেই তীব্র ক্ষোভ তৈরি হয়েছে আমজনতার মধ্যেও। দিলীপ ঘোষেদের মতো নেতা দলের মধ্যে এখন আর গুরুত্ব পাচ্ছেন না, তাই রাজনৈতিকভাবে ভেসে থাকার জন্য এহেন হুমকি দিচ্ছেন তাঁরা।