আবগারি দফতর নামটি শুনলেই চোখের সামনে যে ছবিটা অনেকের ভেসে ওঠে সেটা হল সারি সারি মদের বোতল। তবে ব্যাপারটা ঠিক তেমনটা নয়। এই আবগারি দফতর থেকে সরকার রাজস্ব আদায় করে প্রচুর। মদ খাওয়ার প্রবণতা সেভাবে না বাড়লেও রাজস্ব আদায়ের ক্ষেত্রে বেশ এগিয়ে বাংলার আবগারি দফতর।
এবার দেশের জি২০ সম্মেলনে ঠাঁই পেয়েছে রাজ্যের ই-আবগারি দফতর। কীভাবে অনলাইন ব্যবস্থার মাধ্য়মে রাজ্য সরকার আবগারি দফতরের মাধ্যমে রাজস্ব আদায় বৃদ্ধি করেছে সেটা তুলে ধরা হয়েছে। সেই সাফল্য়ের ছবিটাই তুলে ধরা হয়েছে আন্তর্জাতিক মঞ্চের কাছে।
পরিসংখ্যান বলছেপশ্চিমবঙ্গ সরকারের তথ্য অনুযায়ী, গত অর্থবর্ষে (২০২২-২৩ অর্থবর্ষ) পশ্চিমবঙ্গে ২২,০০০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। যা ২০২১-২২ অর্থবর্ষে ১৮,০০০ কোটি টাকা ছিল। সবমিলিয়ে আবগারি থেকে ১৬,২৭২ কোটি টাকা লাভ হয়েছে রাজ্যের। ২০২১-২২ অর্থবর্ষের থেকে ২০ শতাংশ বেশি (১৩,৫৪৩ কোটি টাকা)।
বাংলার এই আবগারি দফতর আবার রাজস্ব আদায়ের ক্ষেত্রেও বড় উৎস। কারণ অনলাইন ব্যবস্থার মাধ্য়মে বড় সাফল্য পেয়েছে রাজ্য সরকার। আয় বেড়েছে রাজ্যের। সৌজন্যে আবগারি দফতর।