বিজেপিশাসিত উত্তরপ্রদেশে অব্যাহত নারীনির্যাতনের ভয়াবহতা। এবার জনৈকা কলেজছাত্রীকে ধর্ষণ করার ভিডিও ক্যামেরাবন্দি করে ভাইরাল করার ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করল পুলিশ। গত ১লা সেপ্টেম্বর, ঘটনাটি ঘটেছে যোগীরাজ্যের ফতেপুরে। ধর্ষিতা পুলিশকে জানিয়েছেন, কয়েক জন মিলে তাঁকে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। অভিযুক্তদের মধ্যে এক জনকে শনাক্ত করতে পেরেছেন নির্যাতিতা। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। পুলিশের তরফে জানা গিয়েছে, নির্যাতিতা কলেজ থেকে ফেরার সময় তাকে তুলে নিয়ে যায় কয়েক জন যুবক। তার পর তাঁকে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়।
পুলিশকে নির্যাতিতা জানিয়েছেন, অচেতন অবস্থায় অভিযুক্তদের সকলকে চিনতে পারেননি। পুলিশকে দেওয়া বয়ানে তিনি জানান, ঘটনার তিন দিন পর সমাজমাধ্যমে ভাইরাল করে দেওয়া হয় ভিডিয়োটিকে। ফতেপুরের অতিরিক্ত পুলিশ সুপার বিজয় শঙ্কর মিশ্র এই প্রসঙ্গে জানান, নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই এক জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। যে অভিযুক্তকে নির্যাতিতা শনাক্ত করেছেন, তিনি স্থানীয় গ্রামপ্রধানের আত্মীয় বলে জানিয়েছে পুলিশ। নির্যাতিতা যুবতীর মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার না হলেও দ্রুত অভিযুক্তদের ধরা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ। ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই তোলপাড় সে রাজ্য। প্রশ্নের মুখে পড়েছে যোগী প্রশাসন।