শনিবারই রাজধানীতে শুরু হয়েছে জি-২০ সম্মেলন। সেখানে যোগ দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। সম্মেলনের অংশগ্রহণের আগে ‘ইন্ডিয়া’জোটের সঙ্গীদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক সেরে নিলেন তিনি। এদিন সাড়ে পাঁচটা নাগাদ নতুন বঙ্গভবন থেকে সংসদ ভবনে পৌঁছন মমতা। সেখানেই ইন্ডিয়া জোটে থাকা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার থেকে শুরু করে তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সঙ্গে মমতার দেখা হয়। নিজেদের মধ্যে তাঁরা ইন্ডিয়া জোটের বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছেন বলেই জানিয়েছে সূত্র।
প্রসঙ্গত উল্লেখ্য, বিজেপি-বিরোধী জোট ‘ইন্ডিয়া’র চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হবে দিল্লীতে আগামী বুধবার। তবে এই বৈঠক শরিক দলগুলির শীর্ষনেতাদের নয়। জোটের সমন্বয় কমিটি এবং নির্বাচনী কৌশল সংক্রান্ত কমিটির সদস্যেরা ওই বৈঠকে যোগ দেবেন। সমন্বয় কমিটির প্রবীণ সদস্য এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের দিল্লির বাড়িতে এই বৈঠক হবে। সূত্রের খবর, সমন্বয় কমিটি এবং নির্বাচনী কৌশল সংক্রান্ত কমিটির বৈঠকে ‘ইন্ডিয়া’র প্রথম জনসভার স্থান এবং দিন স্থির হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে, আগামী নভেম্বর-ডিসেম্বরে পাঁচ রাজ্যের (মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মিজোরাম) বিধানসভা নির্বাচনে আসন সমঝোতা নিয়েও উক্ত বৈঠকে আলোচনা হতে পারে বলে মনে করছেন রাজনীতির কারবারিরা।