আরও একবার বিড়ম্বনার সম্মুখীন হল বন্দে ভারত এক্সপ্রেস। বর্ধমান স্টেশনে সিগন্যালিং পয়েন্টে ত্রুটির কারণে প্রায় ৩৫ মিনিট আটকে রইল ট্রেন। যার জেরে ভোগান্তি পোহাতে হল যাত্রীদের। রবিবার নির্ধারিত সময়ে ভোর ৫টা ৫৫ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়ে বন্দে ভারত এক্সপ্রেস। জলপাইগুড়িমুখী ট্রেনটি ৬টা ৫১ মিনিট নাগাদ বর্ধমান স্টেশনে পৌঁছয়। আর তারপরই ঘটে বিপত্তি। সিগন্যালিংয়ের সমস্যায় প্রায় সাড়ে ৭টা নাগাদ আটকে থাকে ট্রেনটি।
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে শনিবার রাতেও চরম ভোগান্তির শিকার হন ট্রেনযাত্রীরা। ওইদিন রাত ১০টা ১০ মিনিটে হাওড়া থেকে মেন লাইনে বর্ধমান যাওয়ার শেষ লোকাল ছাড়ে। কারশেডে কাজের জন্য নির্ধারিত সময়মতো নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারেনি ট্রেনটি। আটকে পড়ে অনেক দূরপাল্লার ট্রেন। ডাউনেও ট্রেন চলাচল ব্যাহত হয়। তার ফলে প্রবল দুর্ভোগের কবলে পড়েন যাত্রীরা। চরমে পৌঁছয় অসন্তোষ।