অগস্টের শেষ পনেরো দিনে এক হাজার সভা করার টার্গেট নিয়েছিল গেরুয়া শিবির। বলা হয়েছিল, দলের এক হাজার সাংগঠনিক মণ্ডলে একটি করে সভা হবে। পাশাপাশি রাজ্যে দশটি বাছাই এলাকায় হবে বড় সভা, এছাড়াও তিনটি মেগা সভা হবে। অগস্ট পেরিয়ে আজ ৮ সেপ্টেম্বর, কিন্তু কোথায় কী? সাংগঠনিক ব্যর্থতার জেরে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও রাজ্যজুড়ে ১ হাজার সভার সেই লক্ষ্যমাত্রার ধারে কাছেও যেতে পারল না বঙ্গ বিজেপি।
প্রসঙ্গত, প্রথমে জুন ও জুলাই এই দুই মাসের মধ্যেই সভা করার কথা বলা হয়েছিল। পরে তা বাড়িয়ে ৩১ অগস্ট পর্যন্ত করা হয়। কিন্তু অগস্ট পেরিয়ে যাওয়ার পর কেন্দ্রীয় নেতৃত্ব বৈঠকে বসে দেখে ১০০০ সভার কাছাকাছিও যায়নি বঙ্গ বিজেপি। মাত্র ৩০ শতাংশ সভা হয়েছে অর্থাৎ ৩০০-র মতো সভা করতে পেরেছে বিজেপি। এই ঘটনায় ক্ষুব্ধ কেন্দ্রীয় পর্যবেক্ষক। বিষয়টি ইতিমধ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র কানেও উঠেছে বিষয়টি। আরও ১৫ দিন বাড়ানো হয়েছে সেই সময়সীমা। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। কিন্তু তাতেও বিজেপি লক্ষ্যমাত্রার কাছে পৌঁছতে পারবে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কেন্দ্রীয় নেতারা।