শুরু হয়ে গিয়েছে আগামী ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের খেলা। বৃহস্পতিবার জয় দিয়েই অভিযান শুরু করল আর্জেন্টিনা। গত বারের চ্যাম্পিয়নেরা খেলতে নেমেছিল ইকুয়েডরের বিরুদ্ধে। সেই ম্যাচে অনবদ্য গোল করলেন লিওনেল মেসি। তার সুবাদেই আর্জেন্টিনা জিতল ১-০ গোলে। গত বছর ডিসেম্বরে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে মেসি বলেছিলেন যে, বিশ্বজয়ী হিসাবে আর্জেন্টিনার জার্সি পরে আরও কিছু দিন খেলতে চান। এর আগে প্রীতি ম্যাচ খেললেও এই প্রথম আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপের পর কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেললেন তিনি।
এদিন বল দখলের লড়াই বা গোলমুখী শট, সব কিছুতেই এগিয়ে ছিলেন মেসিরা। কিন্তু গোল আসছিল না। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও গোল করতে পারেনি আর্জেন্টিনা। ৭৮ মিনিটে ফ্রি কিক থেকে গোল করেন মেসি। ডি বক্সের ঠিক বাইরে থেকে ফ্রি কিক নেওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি। বাঁপায়ের ভাসানো শটে বল জালে জড়িয়ে দেন মেসি। নড়ার সময়ও পাননি গোলরক্ষক। ইকুয়েডরের বিরুদ্ধে আর্জেন্টিনা ফিরতি ম্যাচ খেলবে ১৪ই সেপ্টেম্বর। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে দক্ষিণ আমেরিকার দলগুলির লড়াইয়ে এখনও পর্যন্ত তিনটি ম্যাচ হয়েছে। এর মধ্যে আর্জেন্টিনা ছাড়াও জিতেছে কলম্বিয়া। ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে তারা। গোলশূন্য ভাবে ড্র হয়েছে প্যারাগুয়ে এবং পেরুর ম্যাচ।