রাজ্যে পঞ্চায়েত ভোট ঘোষণার আগে সাধারণ মানুষের সঙ্গে প্রশাসনের নিবিড় সংযোগ গড়ে তুলতে ‘দিদিকে বলো’র ধাঁচে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ নামে নয়া কর্মসূচি চালু করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তার পর থেকে ওই হেল্পলাইনে নিজেদের সমস্যার কথা জানিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ ফোন করেছেন। এবার যেমন ‘সরাসরি মুখ্যমন্ত্রী’কে বেহাল রাস্তা নিয়ে অভিযোগ জানাতেই শুরু হল জোর তৎপরতা। অভিযোগ পেয়েই মুখ্যমন্ত্রীর দফতরের পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলার প্রায় ২০০টি বেহাল রাস্তার তালিকা তৈরি করে নবান্নে পাঠাচ্ছে জেলা পরিষদ। যার ফলে রাস্তা সংস্কারের আশায় বুক বাঁধছে গ্রামের মানুষজন।
প্রসঙ্গত, রাজ্যবাসী যাতে সরাসরি তাঁদের সমস্যার কথা তাঁকে জানাতে পারেন, তার জন্যই “সরাসরি মুখ্যমন্ত্রী”-র মতল উদ্যোগ নিয়েছিলেন মমতা। একটি ফোন নম্বর দেওয়া হয়েছিল। যেখানে ফোন করে জনগণ সরাসরি তাঁদের সমস্যা মুখ্যমন্ত্রীকে জানাতে পারবেন। এই কর্মসূচির লক্ষ্যই ছিল, অভিযোগ পেয়েই দ্রুত সমাধান করা। জেলা পরিষদ সূত্রে খবর, ‘সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে গ্রামবাসীরা এলাকার বেহাল রাস্তার কথা জানাতেই রাস্তার নামের তালিকা তৈরি করে নবান্নে পাঠানো হয়েছে। জেলা পরিষদের সহ–সভাধিপতি অজিত মাইতি বলেন, ‘নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই মুখ্যমন্ত্রীর দফতরে বেহাল রাস্তার তালিকা পাঠানো হয়েছে। ওই তালিকায় থাকা রাস্তা রাস্তাশ্রী-পথশ্রী কোনও প্রকল্পের অধীনে সংস্কার হবে কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে। রাজ্য সরকারের নির্দেশ এলেই সেগুলি সংস্কারের তোড়জোড় করা হবে।’