এ যেন মগের মুলুক! এবার জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে ফের তাণ্ডব চালাল এবিভিপি। পাশাপাশি এক শারীরিক প্রতিবন্ধীর ওপর অমানবিক আচরণ করল তারা। জানা গিয়েছে, ওই শারীরিক প্রতিবন্ধী পিএইচডি ছাত্র। তাঁকেই মারধর করেন বিজেপির ছাত্র সংগঠনের ছাত্ররা।
নিগৃহীত ছাত্রের নাম ফারুক আলম। তিনি এনএসইউআইয়ের সদস্য। গত বুধবার একটি পুরনো ঘটনার জেরে তাঁকে হস্টেল-ছাড়া করতে কাবেরী হস্টেলে পিএইচডি ছাত্র ফারুকের ওপর হামলা চালায় এবিভিপির সদস্যরা। গেরুয়া বাহিনীর তাণ্ডবে গুরুতর অসুস্থ হয়ে শারীরিক প্রতিবন্ধী ছাত্রটিকে ভর্তি করানো হয় অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে।