রবিবার কলম্বোয় এশিয়া কাপের সুপার ফোর পর্বের ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। এই ম্যাচের দিনও রয়েছে বৃষ্টির আশঙ্কা। তাই এবার বিশেষ ব্যবস্থা নিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল। রবিবার বৃষ্টির জন্য খেলা না হলে থাকবে রিজার্ভ দিনের ব্যবস্থা। সে ক্ষেত্রে সোমবার হবে ম্যাচ। সুপার ফোরের অন্য কোনও ম্যাচে এই ব্যবস্থা নেই। শুধু মাত্র ভারত-পাকিস্তান ম্যাচের জন্যই বিশেষ ব্যবস্থা করা হল। উল্লেখ্য, গ্রুপ পর্বে এই দুই দলের লড়াই বৃষ্টির জন্য ভেস্তে যায়। ভারত সেই ম্যাচে ব্যাট করলেও বৃষ্টির কারণে পাকিস্তান ব্যাট করতে নামেনি। সুপার ফোরে রবিবারের ম্যাচ ছাড়া এশিয়া কাপের ফাইনালের জন্য রিজার্ভ দিন রাখা হয়েছে। কলম্বোতে এই ম্যাচগুলি রয়েছে। সেখানে বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই কারণেই রিজার্ভ দিনের ব্যবস্থা করছে এসিসি। তাতে সায় রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও। রিজার্ভ দিন থাকলেও ঘোষিত দিনেই খেলা শেষ করার চেষ্টা করা হবে। যদি কোনও কারণে পরের দিন খেলা হয়, তাহলে প্রথম দিন যত দূর পর্যন্ত খেলা হয়েছে, সেখান থেকেই শুরু হবে ম্যাচ।
প্রসঙ্গত, কলম্বোর আবহাওয়ার যা পরিস্থিতি, তাতে আগামী এক সপ্তাহ সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পি প্রস্তুতকারক গডফ্রে ডাব্রেরা বলেন, “বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার সকালেও বৃষ্টি হয়েছে। ফলে পিচ এবং তার আশপাশ স্যাঁতস্যাঁতে হয়ে আছে। আউটফিল্ডেও জল রয়েছে। কিন্তু আমরা পরিশ্রম করছি। ম্যাচের আগে মাঠ তৈরি করে ফেলার আত্মবিশ্বাস রয়েছে।” এক সময় জানা গিয়েছিল, কলম্বো থেকে ম্যাচগুলি সরিয়ে দেওয়া হবে। কিন্তু এশিয়ার ক্রিকেট কাউন্সিল ঠিক করে যে ম্যাচ কলম্বোতেই হবে। ডাব্রেরা মনে করেন, তাঁর দল এমন অবস্থা সামাল দিতে যথেষ্ট দক্ষ। “কলম্বো, পাল্লেকেলে এবং হামবানটোটায় বৃষ্টি হচ্ছে। আমরা ১০০ জন মাঠকর্মী নিয়ে কাজ করছি। এই তিন জায়গার পিচই তৈরি রাখা হচ্ছে। ম্যাচ কলম্বোতেই হবে বলে আমাদের জানানো হয়েছে। তবে তিনটি মাঠই তৈরি। প্রয়োজনে যে কোনও জায়গায় খেলা হতে পারে”, জানিয়েছেন ডাব্রেরা।