মহিলাদের বিভাগে এবছর নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে ইউএস ওপেন। ক্যারোলিনা মুকোভাকে হারিয়ে ফাইনালে পৌঁছেছেন কোকো গফ। আর দ্বিতীয় সেমিফাইনালে জিতে তাঁর মুখোমুখি হতে চলেছেন এরিনা সাবালেঙ্কা। এর আগে তাঁদের কেউই ইউএস ওপেন জেতেননি। উল্লেখ্য, সাবালেঙ্কা এই মুহূর্তে বিশ্ব ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে। এই বছর অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন তিনি। ফরাসি ওপেন এবং উইম্বলডনের সেমিফাইনাল খেলেছিলেন বেলারুসের টেনিস তারকা। এ বার সুযোগ ইউএস ওপেন জয়ের। সেমিফাইনালে যদিও আমেরিকার মেডিসন কিজকে হারাতে বেশ বেগ পেতে হল সাবালেঙ্কাকে। খেলা গড়াল তিন সেটে। প্রথম গেমটি ০-৬ ব্যবধানে হেরে গিয়েছিলেন সাবালেঙ্কা। পরের দু’টি গেমে জিতলেন টাইব্রেকারে। ০-৬, ৭-৬, ৭-৬ গেমে জিতে ফাইনালে উঠলেন সাবালেঙ্কা।
প্রসঙ্গত, প্রথম সেমিফাইনালে আমেরিকার গফ স্ট্রেট সেটে জিতেই ফাইনালে উঠেছেন। বিশ্ব ক্রমতালিকায় ষষ্ঠ স্থানে থাকা তরুণ তারকা ফরাসি ওপেনের ফাইনালিস্ট মুকোভাকে হারালেন ৬-৪, ৭-৫ গেমে। সাবালেঙ্কা এক বার গ্র্যান্ড স্ল্যাম জিতলেও গফ এখনও জেতেননি। গত বছর ফরাসি ওপেনের ফাইনাল খেলেছিলেন আমেরিকার টেনিস খেলোয়াড়। ২৫ বছরের সাবালেঙ্কা খেলবেন ১৯ বছরের গফের বিরুদ্ধে। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে জমজমাট লড়াই দেখতে মুখিয়ে রয়েছেন টেনিসপ্রেমীরা।