জি-২০ সম্মেলনের আগেই পোস্টা বিতর্ক। কংগ্রেসর দাবি, জি-২০ সম্মেলনে রাষ্ট্রনেতাদের স্বাগত জানাতে যে পোস্টার লাগানো হয়েছে দিল্লিজুড়ে, সেখানে বড় বড় করে লেখা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের সবথেকে জনপ্রিয় নেতা। এই পোস্টার লাগিয়ে রাষ্ট্রনেতাদের অপমান করা হচ্ছে। পাল্টা জবাব দেওয়া হয় বিজেপির তরফেও। শাসক দলের তরফে জানানো হয়, এটা পুরনো পোস্টার।
কংগ্রেস নেতা পবন খেরা টুইটারে একটি পোস্টারের ছবি পোস্ট করে। বৃহস্পতিবার দিল্লির বিজেপি নেতা বিজয় গয়ালের বিরুদ্ধে অভিযোগ করেন যে দিল্লি জুড়ে জি-২০ সম্মেলনের পোস্টারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় নেতা বলে দাবি করা হয়েছে। পবন খেরা প্রশ্ন করেন, ‘এইভাবে কি আমরা অতিথিদের স্বাগত জানাচ্ছি’?
প্রসঙ্গত, চলতি বছরের শুরুতেই মর্নিং কনসাল্ট নামক একটি মার্কিন সংস্থার প্রকাশিত রিপোর্টে জানানো হয়, বিশ্বের সবথেকে জনপ্রিয় নেতা নরেন্দ্র মোদী। তাঁর অ্যাপ্রুভাল রেটিং ৭৮ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছেন মেক্সিকান প্রেসিডেন্ট অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেজ, তৃতীয় স্থানে ছিলেন সুইস প্রেসিডেন্ট আলিয়ান বেরসেট। সেটাকেই ছবি দিয়ে পোস্টার আকারে দিল্লির রাজপথে টাঙায় বিজেপি।