ধূপগুড়ি উপনির্বাচনে ঘাসফুলের জয়জয়কার। সাফল্যের জন্য ভোটারদের ধন্যবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি যাওয়ার পথে এই জয়কে বাংলার মাটি, বাংলার জলের জয় বলেই দাবি করেন তিনি। সবুজ ঝড়ের পরেও সাংবাদিকদের অনুরোধে ভিকট্রি সাইন দেখাতে নারাজ মমতা। আগামীর জন্য তা তোলা রাখলেন তিনি।
মমতা বলেন, ‘ধূপগুড়িবাসীকে ধন্যবাদ। চাবাগান, রাজবংশী সকলকে ধন্যবাদ। ওদের নেতা-মন্ত্রীরা একমাস ধরে পড়েছিল। একটা হোটেলও ফাঁকা ছিল না। আমি মনে করি উত্তরবঙ্গে এটা বড় জয়। বাংলার জয়। গতকালই ‘বাংলা দিবস’ প্রস্তাব পাশ হয়েছে। বাংলার মাটি, বাংলার জলের জয়। এভাবেই আস্তে আস্তে মানুষ সিদ্ধান্ত নিক এটাই চাই। এটা ঐতিহাসিক নির্বাচন’। এরপর গন্তব্যে দিকে এগোচ্ছিলেন মমতা। সাংবাদিকরা তাঁকে ভিকট্রি সাইন দেখানোর অনুরোধ করেন। তাতে রাজি হননি মমতা। বলেন, “আগামীর জন্য তোলা থাক।”
গত ৫ তারিখ ধূপগুড়িতে উপনির্বাচন হয়েছে। মূলত ত্রিমুখী লড়াই ছিল। তৃণমূলের নির্মলচন্দ্র রায়, বিজেপির তাপসী রায় ও বাম-কংগ্রেস জোটপ্রার্থী ঈশ্বরচন্দ্র রায়ের মধ্যেই ছিল লড়াই। তবে শুক্রবার গণনার শুরু হতেই দেখা যায়, তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। অনেক পিছিয়ে বাম-কংগ্রেস জোটের প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়। আর তাই তৃতীয় রাউন্ড গণনা শেষেই গণনাকেন্দ্র ছেড়ে চলে যান তিনি।