লজিস্টিক হাব হিসেবে দেশের রাজধানী হওয়ার সুযোগ রয়েছে পশ্চিমবঙ্গের! এবার মমতার বাংলার প্রশংসা করে এমনই মন্তব্য করলেন ভারতে মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি! তিনি বলেন, বন্দর, অভ্যন্তরীণ জলপথের উন্নয়নের এবং বিভিন্ন ধরনের পরিবহণের যে পরিকাঠামো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গড়ে তুলছে, তা এই রাজ্যকে দেশের লজিস্টিক হাবে পরিণত করবে।
মার্কিন যুক্তরাষ্ট্র রাজ্যের পরিকাঠামো খাতে আরও বিনিয়োগ করতে আগ্রহী বলে, গারসেটি নিশ্চিত করেছেন। ইতিমধ্যেই মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন ইতিমধ্যেই রাজ্যে লজিস্টিকসে বিনিয়োগ করেছে। পেপসিও রাজ্যে কৃষি-প্রক্রিয়াকরণ খাতে বিনিয়োগ করেছে।