উত্তরাখণ্ড তো বটেই, পার্শ্ববর্তী হিমাচলপ্রদেশও প্রকৃতির চূড়ান্ত তাণ্ডবের সাক্ষী। কখনও মেঘভাঙা বৃষ্টি, তো কখনও হড়পা বান ভাসিয়ে নিয়ে গেছে সবকিছু। এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগের জন্য এবার এক অত্যাশ্চর্য কারণকে দায়ী করলেন আইআইটি মান্ডির ডিরেক্টর লক্ষ্মীধর বেহারা। ভারতের অন্যতম খ্যাতনামা প্রতিষ্ঠানের প্রধানের দাবি, মানুষের মাংস খাওয়ার অভ্যাসের জন্যই এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগ ঘটছে।
বৃহস্পতিবার বেহারার বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানেই একঘর ছাত্রছাত্রী সামনে তাঁকে মানুষের মাংস খাওয়ার অভ্যাসের সমালোচনা করতে দেখা গেছে। এদিন অডিটোরিয়াম ভর্তি ছাত্র-ছাত্রীর সামনে তাঁকে প্রশ্ন করতে দেখা গেছে, ‘একজন ভাল মানুষ হওয়ার জন্য কী করা উচিত তোমাদের? নিজের প্রশ্নের উত্তর নিজেই দেন অধ্যাপক বেহারা। তিনি বলেন, ‘মাংস খাওয়ার অভ্যাসকে না বলতে হবে।’ এরপর ছাত্র-ছাত্রীদের মাংস না খাওয়ার জন্য শপথ নিতেও বলেন তিনি।
যদি নিরীহ প্রাণীদের এভাবেই হত্যা করা হয় তাহলে হিমাচলপ্রদেশে খুব শিগগিরই দুর্দিন আসতে চলেছে। তোমরা নিরীহ প্রাণীদের হত্যা করছ। তার (প্রাণীহত্যা) সঙ্গে পরিবেশের অবক্ষয়ের একটি সমজীবী সম্পর্ক রয়েছে যা এখন দেখতে পাওয়া যাচ্ছে না, তবে সেটা রয়েছে,’ বলতে দেখা যাচ্ছে বেহারাকে।
তাঁর এই বক্তব্যের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে। তা নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। জনৈক রাহুল সিদ্ধার্থন এক্স হ্যান্ডেলের ভিডিওটি শেয়ার করে লেখেন, ‘ইনি একটি আই আইডি ডিরেক্টর। হিমাচলে কেন ধস নামছে? অপরিকল্পিত নগরায়ণ, জঙ্গল ধ্বংস করা, জলবায়ুর পরিবর্তন- এসবের জন্য? না, এই সবকিছুই হচ্ছে মাংস খাওয়ার জন্য। উনি কি বলতে চাইছেন জীবজন্তু প্রতিপালন করার ফলে অরণ্য ধ্বংস হয়ে যাচ্ছে? না। উনি বলতে চাইছেন, এর ফলে মেঘভাঙা বৃষ্টি হচ্ছে।’