আইনি পদক্ষেপের পথে হাঁটলেন স্পেনের বিশ্বকাপজয়ী মহিলা দলের ফুটবলার জেনি হারমোসো। বিশ্বকাপ ফাইনালের পর স্পেনীয় ফুটবল সংস্থার প্রধান লুইস রুবিয়ালস পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে চুম্বন করেছিলেন হারমোসোকে। ইংল্যান্ডকে ফাইনালে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল স্পেন। তার পরেই এই কাণ্ড ঘটে। যা নিয়ে তোলপাড় হয় ফুটবলমহল। হারমোসো আগেই জানিয়েছিলেন যে, তাঁর সম্মতি ছাড়াই চুম্বন করেছিলেন রুবিয়ালস। যদিও স্পেনের ফুটবলার সংস্থার প্রধান অন্য কথা বলেছিলেন। “হারমোসো পেনাল্টি ফস্কেছিল। তাই আমি ওকে সান্ত্বনা দিচ্ছিলাম। বলছিলাম ভুলে যাও পেনাল্টির কথা। জিজ্ঞাসা করেছিলাম, তাকে আমি চুম্বন করতে পারি কি না। ও রাজি ছিল। হঠাৎ করেই হয়েছিল পুরো ঘটনাটা। তবে সম্মতি নিয়েই হয়েছিল। এর পরেও আমাকে ফাঁসানো হবে? আমি এর শেষ দেখে ছাড়ব”, জানিয়েছিলেন রুবিয়ালস।
পাশাপাশি, হারমোসো জানান, “রুবিয়ালস যে কথোপকথনের কথা বলেছেন, সেটা হয়নি। আর চুম্বনে আমার কোনও সম্মতি ছিল না। রুবিয়ালস ঘটনার দিক থেকে সকলকে ঘুরিয়ে দিতে চাইছে। আমি এই ঘটনার জন্য অভিযোগ জানাতে চাই। কর্মক্ষেত্র হোক বা খেলার জায়গা, কোথাও এমন জিনিস হওয়া উচিত নয় বলেই মনে করি। যা ঘটেছে, তাতে আমি নিজেকে সুরক্ষিত মনে করছি না। এমন কাজ কখনওই ওই মঞ্চে করা উচিত হয়নি বলে আমি মনে করি। আর আমার সম্মতি ছাড়া এমন কাজ যৌন হেনস্থার সামিল। সোজা কথায়, আমার সম্মানহানি করা হয়েছে।” উল্লেখ্য, এই ঘটনার জন্য বরখাস্ত হয়েছেন স্পেনের ফুটবল কোচ জর্জ ভিলদাও। স্পেনের মহিলা ফুটবল দলকে বিশ্বসেরা করেও চাকরি বাঁচাতে পারেননি তিনি। মহিলা ফুটবলারদের দাবি মেনেই এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।