রাজ্য দিবসের পাশাপাশি এবার রাজ্য সঙ্গীত। আজ এই প্রসঙ্গে বিধানসভায় প্রস্তাব নিয়ে হবে আলোচনা। আলোচনার জন্য বরাদ্দ থাকছে এক ঘণ্টা সময়৷ সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এই সভায় বক্তব্য পেশ করবেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তব্য রাখতে পারেন। তবে এই প্রস্তাব নিয়ে বিজেপি আদৌ আলোচনায় যোগ দেবে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে চূড়ান্ত আগ্রহ দানা বেঁধেছে।
অনেক রাজ্যের ‘রাজ্য সঙ্গীত’ আছে, এ বার সেই ঢঙে পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত তৈরি করতে বিধানসভায় বিল আনতে চলেছে রাজ্য সরকার৷ হতে পারে, কোনও প্রচলিত সৃষ্টি বা হতে পারে নতুন করে কোনও গান তৈরি করে সেটিকে ‘রাজ্য সঙ্গীত’-এর স্বীকৃতি দেওয়া হতে পারে৷ যে ভাবে অন্য রাজ্যের রাজ্য সঙ্গীত সেখানকার ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতির কথা বলে, তেমন করে এখানেও এই গান সেই কথাই বলবে৷ ইতিমধ্যে বেশি কিছু গান নিয়ে আলোচনাও হয়েছে বলে খবর৷
এর আগে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পয়লা বৈশাখকে পালন করার প্রস্তাব দেওয়া হয়েছিল স্পিকার নিযুক্ত কমিটির পক্ষ থেকে৷ তবে এই রাজ্য সঙ্গীতের ধারণা খুব একটা নতুন নয়৷ এই দেশে অনেকগুলি রাজ্যের আলাদা গান রয়েছে৷ যেমন পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য আসাম, বিহার ও উড়িষ্যার নিজস্ব গান রয়েছে৷ বিহারের গানটির নাম ‘মেরে ভারত কে কণ্ঠহার’৷ অসমের গান ‘ও মুর আপনার দেশ৷’।
গত সপ্তাহেই এই বিষয়ে নবান্ন সভাঘরে একটা সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল। যদিও সেই সভায় বিশিষ্ট ব্যক্তিদের তরফে একাধিক গানকে বাংলার গান হিসাবে তুলে ধরার ভাবনা হয়। তবে এর মধ্যে বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু……গান নিয়ে গরিষ্ঠ অংশের মতামত ছিল। যদিও সেই গানের বাঙালি শব্দ বদলের প্রসঙ্গ উঠে আসে আলোচনায়। শেষমেশ সিদ্ধান্ত নেওয়া হয় এ নিয়ে সবাই সবার চূড়ান্ত মতামত দেবেন। অবশেষে বাংলার গান কী হবে, তা ঠিক হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা বৃহস্পতিবার।